সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

একজন সফল নারী ইয়াসমিন

রিপোর্টারের নাম / ২৮৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন




রাজু আহমেদ, নাটোর:
নাটোরের সিংড়ায় একজন সফল নারী ইয়াসমিন আকতার। বাসা সিংড়া পৌর এলাকার ২ নং ওয়ার্ডের উত্তর দমদমা গ্রামে। সখের বসে শুরু করেছিলেন গরু পালন। এখন সখ থেকে স্বাবলম্বী। নারীরা শুধু সংসারের দৈনন্দিন কাজের মধ্যই নয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভুমিকা রাখতে পারে তারই উদাহরণ ইয়াসমিন।

ইয়াছমিন আকতার সপ্না, একজন সফল ডেইলি এন্ড এগ্রো খামারি। শুধু খামারীই নয় পাশাপাশি একজন ফ্রিল্যান্সার।
দিনে সংসারের কাজ খামার দেখাশোনা, বাচ্চাকে স্কুলে নিয়ে আসা যাওয়া পরে রাতে ফ্রিলান্সার হিসেবে কাজ করেন ইয়াসমিন। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং , ওয়েব ডিজাইনার হিসেবে দক্ষতা অর্জন করেছেন তিনি। এছাড়া ঘাস চাষে একজন সফল কৃষক সে।

ইয়াসমিন আকতার জানান হাইড্রোপনিক ঘাস শুরু করেছি এক বছর আগে। বর্ষার সময় এই ঘাস সবচেয়ে বেশি উপযোগী। তাছাড়া খরচও কম। এই ঘাস চাষ করে নিজেদের চাহিদাও মেটানোর পাশাপাশি বাইরে বিক্রি ও করা হয়।


তিনি আরো বলেন, ২০১৬ সালের শেষে শখের বসে একটা গাভী দিয়ে খামারের যাত্রা শুরু করি। আল্লাহর রহমতে আমার আর পিছনে তাকানো লাগেনি। নিজের কঠোর পরিশ্রম দিয়ে শখ থেকে করা খামার এখন বাণিজ্যিক রুপ নিয়েছে। এখন আমার খামারের ১১টা গরু আছে। ৪ গাভী দুধ দেয়, প্রতিদিন ৪০-৫০ কেজি দুধ বিক্রি হয়। মাসে এখাতে ৩০ হাজার টাকা ইনকাম হয়। ফ্রিল্যান্সিং করে মাসে ১০/১৫ হাজার আয় হয়।

আমার ইনকাম বৎসরে প্রায় ৭থেকে ৮ লাখ। ইচ্ছা আছে অনেক বড় খামার করার।

সাংসারিক জীবনে ইয়াসমিন আকতার এক কন্যা সন্তানের জননী। মেয়ে জেনি, বিয়াম ল্যাবরেটরি স্কুলের মেধাবী ছাত্রী। স্বামী জাহিদ হাসান একজন ব্যবসায়ী। কিটনাশক দোকান করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা বলেন, আমি তার বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে তার কাজ দেখার ইচ্ছে রয়েছে। আগামীতে কৃষি বিভাগ তার পাশে থাকবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir