মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের ২৫শে মার্চ এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। ইতিহাসের জগন্যতম গণহত্যা দিবস -২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
২৫ মার্চ শনিবার সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে
দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি বলেন,”২৫শে মার্চ ১৯৭১ সালে রাত্রি ১১টায় তৎকালীন ঢাকা শহরের ঘুমন্ত জন সাধারণের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গণহত্যা করে, বাঙালির স্বাধীনতা আন্দোলন স্তিমিত করতে চেয়েছিল পাকিস্তান যান্তা সরকার।যাদের ত্যাগ, তিতিক্ষা, জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধাদের যথাযত মর্যাদা রক্ষায়, আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা গাজী সিদ্দিকুর রহমান , শিক্ষা অফিসার হাবিবুর রহমান সাংবাদিক আব্দুস সোবহান প্রমূখ। এই সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর ডিজিএম সানোয়ার হোসেন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ,শিক্ষ বৃৃৃৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় সিদ্ধান্ত অনুসারে রাত ১০টা ৩০ মিনিটে এক মিনিটের জন্য ব্লাক আউট কর্মসূচি পালন ও মোমবাতি প্রজ্জলন করা হবে।