বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের কাজিপুরে শহীদ মীর মুগ্ধ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদ্বোধন কুড়িগ্রামে ঘর-বাড়ি, ফসলি জমি রক্ষায় সেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর  চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ: ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের দুর্দান্ত শুরু

নাাটোরের শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৮৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



নাটোর প্রতিনিধি:

নাটোরের শীর্ষ সন্ত্রাসী গোলাম কিবরিয়া সেলিম ওরফে কুত্তা সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরের জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতর সেলিম শহরের চৌধুরী বড়গাছা পাঁচপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদ ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় চাঁদাবাজি, হামলা, ভাঙচুর এবং নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গোলাম কিবরিয়া সেলিম ওরফে কুত্তা সেলিম শহরবাসীর কাছে একটি আতঙ্কের নাম।

দুর্ধর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও স্বনির্ভর নাটোর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইসতিয়াক আহমেদ ডলারের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয় । গত বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার বাদী হয়ে নাটোর থানায় প্রথম দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকেলে ইউসিসিএ নির্বাচনে বিজয়ের পর বিজয় মিছিল বের করলে এমপি শফিকুল ইসলাম শিমুলের বড় ভাই তার প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম শরীফের অনুসারীরা তাদের উপরে হামলা করে মারপিট করে ও দুটি মোটর সাইকেল ভেঙ্গে দেয়।

মামলায় এমপির অনুসারী শহরের চৌধুরী বড়গাছার গোলাম কিবরিয়া সেলিম ওরফে কুত্তা সেলিম ও সবুজ, ফতেঙ্গাপাড়ার সোহান ও সজিবসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০ থেকে ২৫জনকে অভিযুক্ত করা হয়। এ দিকে ইসতিয়াক আহমেদ ডলারের বিজয় মিছিলে হামলার পর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে স্থানীয় এমপি শিমুলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন। সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় ।


অপরদিকে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এমপি শিমুলের অনুসারী গোলাম কিবরিয়া সেলিমের মা আনোয়ারা বেগম বাদী হয়ে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এমপি শিমুল বিরোধী ২১জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০জনের নামে মামলা দায়ের করেছেন। মামলায় বাদী তার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছেন। এর আগের রাতে একই রাতে নাটোর পৌর যুবলীগ নেতা মো: বাপ্পি শেখ বাদী হয়ে তার অফিসে হামলা করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি ছিড়ে ফেলে, ব্যবসার নগদ টাকা ও কম্পিউটার লুটপাটের অভিযোগে একটি লিখিত এজাহার জমা দেন। অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সুপ্রিয় ভৌমিক ও নাটোর পৌরসভার কাউন্সিলর নান্নু শেখসহ এমপি শিমুল বিরোধী হিসেবে পরিচিত ১৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০জনের নামে অভিযোগ করেন। বুধবার সন্ধ্যায়ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে এমপি শিমুল সমর্থক যুবলীগ কর্মী গালিবের উপরে হামলা করে তার মোটর সাইকেল ভেঙ্গে দেয়। এ সময়ও ছাত্রলীগ নেতাকর্মীরা এমপি শিমুল বিরোধী শ্লোগান দেয়।

নাটোর সদর থানার ওসি নাসিম আহম্মেদ জানান, সেলিমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের
অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি ও ভাঙচুরসহ থানায় একাদিক মামলা রয়েছে। নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও স্বনির্ভর নাটোর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইসতিয়াক আহমেদ ডলারের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায়শনিবার দুপুরে গ্রেফতারের পর আদা লতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir