নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মাছ বিক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের ন্যায্যতা নিশ্চিত করতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে ওজন মাপার যন্ত্র যাচাই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই’র কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানে বাজারের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজন মাপার যন্ত্র পরীক্ষা করা হয় এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। নিয়মিতভাবেই এ ধরনের অভিযান চলবে।”
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)