নিজস্ব প্রতিবেদক:
লোভনীয় চাকুরীর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে অর্থ আত্মসাত করার অভিযোগ ওঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সংঘবদ্ধ এক প্রতারক চক্রের বিরুদ্ধে। সোমবার দুপুরে ওই চক্রের কাছ থেকে টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে বড় সারটিয়া গ্রামে অভিযুক্ত প্রতারক চক্রের বাড়ির সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রায়হান আলী ও মনিরুল ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বড়সারটিয়া, সয়দাবাদ, বালুকুল, ভারাঙ্গা, রয়নাপাড় ও বাগবাড়ি গ্রামের অন্তত ২২ জনকে মালয়েশিয়া ভাল বেতনের চাকুরী দিবে বলে প্রস্তাব দেয় বড় সারটিয়া গ্রামের আতাব ও তার ছেলে সবুজ। এ জন্য প্রত্যেকের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার করে টাকা নেয়। এমন কি প্রত্যেককে ভুয়া মেডিক্যাল করিয়েছে। কিন্তু বিদেশে নিতে পারেনি। পরবর্তীতে জানতে পারি প্রতারক সবুজ মালয়েশিয়ায় পালিয়ে গেছে। এ অবস্থায় সবুজের বাবার কাছে টাকা ফেরত চাইলে নানাভাবে তালবাহানা করতে থাকে।
ভুক্তভোগী ছিলেন ইউসুফ আলী, জাকির হোসেন ও আবুল হোসেন আকন্দ জানান, প্রতারক আতাব আলী ও তার ছেলে সবুজ বলেছিল মালয়েশিয়া তাদের কোম্পানি রয়েছে এবং সেখানে কিছু সংখ্যক লোক লাগবে। ভালো বেতন ও বছরে দুটি বোনাস এবং থাকা-খাওয়া ফ্রি। মন লোভনীয় কথা বিশ্বাস করে তাদের কাছে পাসপোর্ট ও টাকা জমা দেয়া হয়। তারা আরও জানান, দীর্ঘদিন অতি বাহিত হওয়ার পর তাদের বাড়িতে গেলে তারা গালি-গালাজসহ অশোভনীয় আচরণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে চাইলে প্রাণনাশেরও হুমকি দেয়া হতো। এমনকি টাকা চাইতে গেলে গত শনিবার পুলিশকে ডেকে হয়রানি করেছে। পরবর্তীতে প্রতারক চক্রের বিরুদ্ধে ১৬জন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছি।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শমর কুমার আচার্য্য জানান, ৯৯৯ কল পয়ে ঘটনা আতাব আলীর বাড়ীতে গিয়েছিলাম। বিস্তারিত শোনার পর ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হলে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)