প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৮:৫৬ পি.এম
৫৪ বছর হয়ে গেলে ও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি; মাহমুদুর রহমান মান্না

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগন্জ -১ আসনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কাজিপুরের মাটিতে বক্তব্যের শুরুতেই প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে স্মরণ করেন। বক্তব্যে তিনি বলেন, আমরা কল্যাণ রাষ্ট গঠন করতে চাই,স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেল বাংলাদেশ গরীবই আছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।দরিদ্র, মধ্যবিত্ত মানুষের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ গ্ৰহনের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করবো।
২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে কাজিপুর পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং গনতন্ত্র মঞ্চ জোট মনোনীত প্রার্থী সিরাজগন্জ -১ আসনের প্রার্থী সাকিব আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বনয়কারী জুনায়েদ সাকি বলেন, 'জনসাধারণের প্রতিনিধিত্ব করে এমন মানুষ কে আপনারা নেতা হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন। সেক্ষেত্রে সাকিব আনোয়ার যোগ্য নেতা। ' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক ঐক্য সিরাজগন্জ জেলা শাখার সদস্য সচিব, মোখলেছুর রহমান সবুজ।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)