নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহবধুকে ধর্ষণ মামলায় আজাদ আলী (৩৫) নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সলঙ্গা থানার অলিদহ গ্রামের মজিবর রহমানের ছেলে।
সোমবার (২৭ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানাগেছে,উল্লাপাড়া উপজেলার বামনগিয়ালা গ্রামের আলী হোসেনের সাথে প্রায় ২ বছর পুর্বে ওই গৃহবধুর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী বাজারে ৯ মাস ধরে নিজ নামীয় ফার্ণিচারের ব্যবসা শুরু করেন ওই গৃহবধু।
এ সুযোগে গ্রেফতারকৃত আজাদ আলী তার দোকানে আসা যাওয়ার একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেয় ওই গৃহবধুকে। শনিবার রাত ৮টার দিকে গৃহবধুকে তার দোকান থেকে কৌশলে মোটরসাইকেল করে তুলে নিয়ে গ্রেফতারকৃত আজাদ আলীর বাড়িতে নিয়ে রাতে ধর্ষন করে। এ ব্যাপারে ওই গৃহবধু পরের দিন রবিবার বাদী হয়ে সলঙ্গা থানায় আজাদ আলী (৩৫) ও নান্নু মিয়া (৩২) নামে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামীকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।