নিজস্ব প্রতিবেদক:
পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ী চালক সম্রাট (৩০) হত্যাকান্ডের মুলহোতা আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব-১২ সদস্যরা বিশেষ অভিযোগ চালিয়ে ঢাকা হাতিঝিল থানার বাংলা মোটর এলাকা থেকে তাকে আটক করেছে। আটক আব্দুল মোমিন (৩২) পাবনার বাশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খার ছেলে।
র্যাব-১২র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন পিপিএম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিন রাতে বাড়ী ফিরলেও চালক সম্রাট ২৩ মার্চ ডিইটি শেষে নিজ বাড়ীতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। ২৪ মার্চ নিকিম কোম্পানীর অন্য চালকদের কাছে সম্রাটের বাবা জানতে পারেন সম্রাট রাত ৮টায় ডিউটি শেষে একটি জিপ গাড়ী নিয়ে সম্রাট অফিস থেকে বের হয়ে গেছে। খোাঁজাখুজির এক পর্যায়ে তারা জানতে পারে সম্রাট ওই গাড়ীটি নিয়ে বাশেরবাদা মধ্যপাড়ায় তার পুর্বপরিচিত বন্ধু আব্দুল মমিনের বাসায় গিয়েছিল। সেই সুত্র ধরে সম্রাটের পরিবার মমিনের বাসায় গিয়ে মমিনকে না পেয়ে তার স্ত্রী সীমার কাছে সম্রাটের বিষয়ে জানতে চান।
তখন সীমা উত্তেজিত হয়ে তাদেরকে কিছু না বলে বাড়ী থেকে বের করে দেয়। এক পর্যায়ে ২৫ মার্চ সকালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চরসাদিপুর ইউপির আড়িয়াবান্দা গ্রামের সিলাইদহ ঘাট এলাকা থেকে পুলিশ জিপগাড়িসহ চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সম্রাটের বাবা বাদী হয়ে পাবনার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। মামলার পর আব্দুল মমিন আত্মগোপনে চলে যায়। মামলাটি র্যাব-১২ গুরুত্ব সহকারে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মমিনকে আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারনা করা হয়েছে পরকীয়া প্রেমের কারনে হত্যাকান্ডটি ঘটনো হয়েছে। আটক মমিনকে আদালতে মাধ্যমে জেলহাজতের প্রেরন করা হয়েছে।