সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

কু‌ড়িগ্রা‌মে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যার দায়ে সিআইডি’র হাতে নুর কসাই গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৭:৫০ অপরাহ্ন



মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি নুরুল কসাই ওর‌ফে নুর কসাই‌কে (৪৫) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৭ মার্চ) কুড়িগ্রাম সদ‌রের খ‌লিলগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আরমান হোসেন (‌পি‌পিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নুর কসাই ছাত্রলীগকর্মী বাবলু হত‌্যা মামলার এজাহারভুক্ত অন‌্যতম প্রধান আসা‌মি। তি‌নি কু‌ড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামের মৃত বাবু কসাইয়ের ছেলে।

সিআইডি জানায়, গত এক মাস আ‌গে বাবলু হত্যা মামলার তদন্তের দা‌য়িত্ব পায় সিআই‌ডি। ওই মামলার এজাহারভুক্ত আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে সোমবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরপরই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তা‌কে রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌বে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানি‌য়ে‌ছে পুলিশের এই বিশেষ শাখা।

সিআই‌ডি’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আরমান হোসেন বলেন, ‘গ্রেফতার নুর কসাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনও আসা‌মি‌কেই ছাড় দেওয়া হ‌বে না। পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে সিআইডি।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ জুন কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামে ওই ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত বাবলু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়া সহ ১৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। হত্যাকান্ডের ৯ মাস পেরিয়ে গেলেও হামলার হুকুমদাতা ও নেতৃত্বদানকারী ইউপি চেয়ারম্যান লিটন মিয়া সহ মূল আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ। তদন্তভার পাওয়ার পর অন‌্যতম প্রধান আসা‌মি নুর কসাই‌কে গ্রেফতার কর‌লো সিআই‌ডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir