নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইক গাছের সাথে ধাক্কা লেগে সাদেক আলী (৭০) নামে এক যাত্রী নিহত ও চালক মোস্তফা (৫৫) আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার তমালতলা -নাটোর সড়কের কাকফো জামতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী বাগাতিপাড়া উপজেলার ছোট পাঁকা গ্রামের মৃত ভুবন প্রামানিকের ছেলে এবং আহত মোস্তফা সালাইনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান, সাদেক আলী ব্যক্তিগত প্রয়োজনে নিজ এলাকা থেকে ইজিবাইকযোগে নাটোর যাচ্ছিলেন। পথিমধ্যে কাকফো জামতলা মোড় এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি নারিকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে যাত্রী সাদেক আলী ও চালক মোস্তফা গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষনা করেন। এদিকে অবস্থা গুরুতর হওয়ায় ইজিবাইক চালক মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।