সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেমরায় অটোরিকশা চালক উষান হত্যায় ৫ ছিনতাইকারী গ্রেফতার সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেলসহ পাঁচ পণ্য বি‌ক্রি কর‌বে টিসিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ কমিটি বিলুপ্তি ও নতুন কমিটির দাবীতে উত্তরবঙ্গ ব্লকড কর্মসুচী পালিত আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ কেন্দ্রীয় ব্যাংকের সেই ২৫ কর্মকর্তার লকার পায়নি দুদক ইউক্রেন যুদ্ধ : মিথ্যা অভিযোগে রাশিয়ার কারাগারে বন্দী বৃদ্ধ আমেরিকান শিক্ষক! ব্রম্মগাছায় কৃষকদলের কৃষক সমাবশে অনুষ্ঠিত ‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে গ্রেফতার ১৩০৮ ব্লেড দিয়ে শ্বশুরের গোপন অঙ্গ কাটলেন পুত্রবধূ দিনাজপুরে মাদকদ্রব্য ধ্বংস

বেলকুচির এমপিএ ডাঃ আবু হেনার প্রথম জানাজা সম্পন্ন

রিপোর্টারের নাম / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:৪১ অপরাহ্ন

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামের মৃত মোজাম্মেল হক (সাবেক ওসি) এর দ্বিতীয় পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধুর সহযোগী তৎকালীন বৃহত্তম ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা,বেলকুচি-কামারখন্দ প্রাদেশিক পরিষদের সদস্য ডাঃ কেবিএম আবু হেনার রাষ্ট্রীয় মর্যাদা ও প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। বেলকুচি থানা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।

 এ পর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার। পরে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তাকে দাফন করা হবে।

জানাজার আগে বক্তব্য রাখেন,, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরহাব আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইশাক আলী তালুকদার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত কারনে ঢাকা বেসরকারি শমরিতা হাসপাতালে ভর্তি থাকাবস্থায় গত ২৭ মার্চ সোমবার দুপর ১২ টা ৩০ মিনিটে শেষ নিঃশেষ ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বৎসর। সে তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি কামারখন্দ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir