তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ২.৫ (দুই কেজি পাঁচশত গ্রাম) গাঁজাসহ চার জন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সোমবার (২৭ মার্চ ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চার মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলেন উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের মোঃ রুবেল ফকির (৩০), পিতা-মোঃ লুৎফর ফকির, ধামাইছ গ্রামের মোঃ জমির সরদার (৪৫), পিতা-মৃত মানিক উল্লাহ সরদার চরকুশাবাড়ী গ্রামের মোঃ আস্তুল মোল্লা (৫৫), পিতা-মৃত কেরামত উল্লাহ, চরকুশাবাড়ী গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আব্দুল খালেক প্রাং, সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, তাদেরকে মঙ্গলবার (২৮ মার্চ) জেল হাজতে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চার জন মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। পরে থানার একটি চৌকস দল রাতে অভিযান চালিয়ে চার জন কে গ্রেপ্তার করা হয়।