নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের পূনার্ঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৮১ সদস্যের এই কমিটিতে নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম সুফিয়া হককে সভাপতি ও নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম রুপালীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত ও বুধবার রাতে প্রকাশিত এই কমিটিতে সুফিয়া খানমকে সিনিয়র সহ-সভাপতি ও আরো ১০জনকে সহ-সভাপতি করা হয়েছে। এর আগে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বক্তব্য রাখেন।