কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে পরিবেশ বান্ধব সড়কে জনগণের যাতায়াতের সুবিধার লক্ষ্যে এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং রাস্তায় উন্মুক্তভাবে ট্রাকসহ বালুবাহী যানবাহন অবাধ ও বেপরোয়া গতিতে চলাচল বন্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে কাজিপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলদাউড় বাজার এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট হিসেবে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ।
এ সময় উন্মুক্ত অবস্থায় ট্রাকে বালু পরিবহন, ট্রাকের ড্রাইভিং লাইসেন্স বিহীন ড্রাইভার ও ফিটনেস বিহীন গাড়িতে মাত্রা অতিরিক্ত বালু পরিবহন করার দায়ে সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। এছাড়া রাস্তার জায়গায় অবৈধভাবে গাছের টুকরো বা গুল রেখে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করার দায়ে জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করে কাজিপুর থানা পুলিশ টিম।