শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

রায়গঞ্জে কারখানার বিষাক্ত বর্জ্যে নদী দূষণ রোধে মানববন্ধন

রিপোর্টারের নাম / ৩৩৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ২:২৬ অপরাহ্ন


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর ও বাঙ্গালী নদীতে এসআর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল যুক্ত বর্জ্য ফেলে দুষণ করার প্রতিবাদ ও দুষণ রোধে মানববন্ধন করেছে উপজেলার চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতি লিঃ।

রবিবার (২ এপ্রিল) সকালে চান্দাইকোনা বাজার ঢাকা-বগুড়া মহাসড়কে এই প্রতিবাদ ও মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার এসআর কেমিক্যাল ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ফুলজোর নদীতে ফেলার কারণে নদীর মাছ বিলীন হয়ে যাচ্ছে। যে নদীতে এলাকার হিন্দু মুসলমানরা প্রতিদিন গোসল করতো বিষাক্ত বর্জ্যরে কারণে সেটিইও এখন বন্ধ। এমনকি গবাধি পশুও নদীর পানি খেতে পারছেনা।

বক্তারা আরো বলেন, এসময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। সেই মাছ খেয়ে আমরা জীবন যাপন করতাম। এখন আর সেই মাছ নেই বিষাক্ত ওই বর্জের কারণে। আমরা এর পরিত্রান চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম,সহ সভাপতি ধামাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমত আলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম,চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলু,রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ শিখন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir