সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
নাশকতা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আম্বিয়া (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) ভোর রাতে হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম আম্বিয়া হাটিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত গোলাম আম্বিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।