সড়কসড়ক
নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামের এক চালক নিহত হয়েছেন। আজশনিবার ভোরে উপজেলার সাদিপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় উপজেলার নরেন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিপুর গ্রামের আনসার আলীর পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিল রানা সরদার নামের এক ঠিকাদার বলে জানা গেছে। শনিবারে ভোরে পুকুর থেকে মাটি বোঝাই করে ওই চালক ট্রাক্টর নিয়ে রাস্তা উঠতে গিয়ে টাক্টর উল্টে যায়। এসময় চালক জয় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান
বলেন,এঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)