কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ি বাজারের পশ্চিম পাশের ভুট্টা ক্ষেত থেকে গত ৯ এপ্রিল সন্ধায় আফাজ উদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। নিহত আফাজ উদ্দিন (ডাক নাম হুদা সরকার) উপজেলার পূর্ব মাজনাবাড়ী গ্ৰামের মৃত আতর আলী মন্ডলের ছেলে। সে গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো। এ বিষয়ে ১১ এপ্রিল থানায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।
নিহতের ভাতিজা ও মামলার বাদী আব্দুল ওয়াজেদ জানান, তার চাচা এলাকায় স্বজন, সদালাপী, ধনাঢ্য ও পরউপকারি হিসেবে পরিচিত ছিলেন। আশপাশের গ্ৰামের বিভিন্ন পেশার শতাধিক মানুষের কাছে তিনি টাকা পেতেন, বিভিন্ন প্রয়োজনে মানুষ তার কাছে থেকে টাকা ধার নিতো। গত ৭ এপ্রিল ইফতার শেষে বাড়ি থেকে বের হওয়ায় পর আর ফিরেননি, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলাম, ৯ এপ্রিল শনিবার সন্ধায় পৃর্ব মাজনাবাড়ি গ্ৰামের পশ্চিম পাশে কালভার্ট সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে দুর্গন্ধ বের হচ্ছে স্থানীয় সূত্রে লাশ খুঁজে পাই, লাশ সনাক্ত করেছি, শরীরে আঘাতের চিহ্ন ছিলো, পুরো শরীর এসিডে ঝলসে দিয়েছে মনে হয়েছে, তাকর নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আইনী সহায়তা চেয়েছি, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, খবর পেয়ে ৯ এপ্রিল সন্ধা পরবর্তী সময়ে লাশ উদ্ধার করে ২৫০ শয্য বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল সিরাজগঞ্জে পোষ্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। লাশে পচন ধরায় বড় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)