নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-বগুড়া মহাসড়কের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। উদ্ধারকৃত গাঁজার বাজারমুল্য আনুমানিক ৫ লক্ষ ১১ হাজার ২৫০ টাকা।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার বোরুড়া থানার তলেগ্রামের মো. মজলুর স্ত্রী আয়শা খাতুন (৪০) একই জেলার চৌদ্দগ্রাম থানার কলা বাগান গ্রামের কবির হোসেনের স্ত্রী মোছা. মুর্শেদা খাতুন (৪৫)।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাতে তথ্যপ্রযুক্তির ও গোপন তথ্যের ভিত্তিত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা ও লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত আলামতসহ তাদের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)