নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লক্ষ ২৪ হাজার ১শত টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার দান বক্সের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রাইচ মিলের ব্যবসায়ী রাকিব হাসান বলেন, আমার ব্যবসায়িক অর্থের প্রয়োজন, আজ সকালে তাড়াশ থেকে শ্রী পুলক ঘোষের কাছ থেকে পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার দানবক্সের পাশে পৌঁছালে,সলঙ্গা থানার জালশুকা গ্রামের লাভু মিয়া (৪৬),বাবলু মিয়া (৪৪),এবং আতিকুল ইসলাম (২৫) আমার মোটরসাইকেল ঠেকিয়ে ১নং আসামী লাভুর আদেশে অন্য আসামীরা হঠাৎ বিভিন্ন স্থানে ঘুষি মারেন। আমাকে মাটিতে ফেলে দিয়ে ব্যাগে থাকা ৪ লাখ ও পকেটে থাকা ২৪ হাজার ১শত টাকা ছিনিয়েই নেয়। শুধু তাই নয় হত্যা উদ্দেশ্যে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমি এই ঘটনায় থানায় অভিযোগ করেছি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)