মোঃশফিকুল ইসলাম , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। বাঙালীর সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের ১৪৩০ শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।
(১৪এপ্রিল) পহেলা বৈশাখ কাজিপুর দিবসটি উপলক্ষে সকালে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ নানা রংবেরং এর ফেশটুন প্লে কার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রার অংশ নেয় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ও উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিমসহ সহকারী অধ্যাপক, প্রভাষক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। পরে উপজেলা মিলনায়তনের সামনে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন , কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস,উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বক্তরা বলেন "পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ।আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন। আজ প্রভাতে নবীন সূযোর্দয়, আকাশে বাতাসে নতুন স্বপন, ভাবি কল্যাণ অনুক্ষণ! জয় বাংলা,বাংলার জয়।"
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)