নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য উল্লাপাড়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছার সিমকী ইমাম খান বাগিচায় এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩ শত হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি এবং আরো ২ শত হতদরিদ্র মানুষের ঈদ সামগ্রী উপহার ও বাজারের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন।
এসময় তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমার সাধ্যর মধ্যে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে আজকের এই আয়োজন। মানুষের মুখে হাসি ফুটাতে পেরে আমি আজ আনন্দিত। আগামীতেও উল্লাপাড়ার গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আজাদ হোসেন,উল্লাপাড়া পৌর বিএনপির আহবায়ক আবদুর রাজ্জাকসহ উপজেলা, পৌর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)