কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান মুকুল এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন।তার ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি, উপজেলা আঃলীগ ও ইউনিয়ন আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
ইউনিয়নের ১১ জন মুক্তিযোদ্ধা, ১৮ জন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের ৮ জন সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদক, ১৫ জন ইউনিয়ন পরিষদ বর্গ এবং উপজেলা আওয়ামীলীগের ৮ জন নেতাকর্মীসহ মোট ৬০ জনের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের সভাপতিত্বে বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভপতি সাইফুল ইসলাম বেলাল, নজরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল হক রাজু,বীরমুক্তিযোদ্ধা শাহাজামাল, চালিতাডাঙ্গা মোহাম্মদ নাসিম মহিলা কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি আসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ ।অনুষ্ঠান টি পরিচালনা করেন ইউপি সচিব খোরশেদ আলম দুখু।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)