কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকালে কাজিপুর ইউনিয়ন পরিষদে ১২৫০ জন সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ইউপি সচিব, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি তানভীর শাকিল জয় বলেন, অসহায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ইউনিয়নের অসহায় দু:স্থদের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে। তাদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বলেন, ১২৫০ অসহায় ও দরিদ্রদের মাঝে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)