নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টিভিতে আসছে জাহিদ হাসান অভিনিত ৭ পর্বের কমেডিয়ান ধারাবাহিক নাটক “দুই জামাই”। পুস্পিতা ভিজুয়ালসের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান।
টিপু আলম মিলনের গল্পে, জাকির হোসেন উজ্জলের রচনায় দুই জামাই নাটকের চিত্রগ্রহণে ছিলেন আনোয়ার হোসেন বুলু। বৈশাখী টিভিতে প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে এ ধারাবাহিকটি প্রচারিত হবে। জাহিদ হাসান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনায় নাবিলা ইসলাম , ডাঃ এজাজ , নওশীন দিশা, তারেক স্বপন , শেলী আহসান , শফিক খান দিলু, তমাস অনেকে।
পরিচালক হানিফ খান বলেন, দুই জামাইয়ের দ্বন্দ্বকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। জয়নাল সাহেবের বড় মেয়ে তানিয়ার জামাই মোসাদ্দেক শশুরবাড়ীতে নিজের শ্রেষ্ঠত্য টিকিয়ে রাখতে শ্যালিকা মুনিয়াকে নিজের পছন্দমতো টগর নামে একজন বিদেশ ফেরত যুবকের সাথে বিয়ে দেন। দীর্ঘদিন বিদেশে থাকা টগরের টাকা পয়সার কোন অভাব নেই। দুহাতে সাহায্য করে মানুষকে। মোসাদ্দেক ভাবে টগরের সাথে শালির বিয়ে দিলে সে তাকে ভাঙ্গিয়ে ভালই চলতে পারবে। কিন্তু বিয়ের পর ছোট জামাইকে বাড়ির সবাই বেশী আদরযত্ন করতে থাকে। এতে মোসাদ্দেক মনে মনে খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। একসময় যে টগরের প্রশংসায় পঞ্চমুখ ছিল সেই খুঁজে খুঁজে টগরের বিভিন্ন দোষ বের করতে থাকে। এতে দুই জামাইয়ের সংঘাত লেগেই থাকে। এভাবেই গল্প এগোতে থাকে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)