মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন, চালিতাডাঙ্গা, কাজিপুরের একটি স্বনামধন্য সামাজিক সংগঠন। প্রতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান সহ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় অত্র সংগঠন- এর উদ্যোগে প্রায় অর্ধ শত উপকারভোগী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।২১ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার চালিতাডাংগা গ্রামে সংগঠনের কার্যালয় চত্বরে উপহার সামগ্রী বিতরণ করা হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি ও চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক- কামাল পাশা।
বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাজেদুল করিম,সাধারণ সম্পাদক প্রভাষক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামীম রেজা,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক ব্যাংকার সেলিম রেজা সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।। সামগ্রীর মধ্যে রয়েছে - দুই কেজি চাল,দেড় কেজি করে আলু ও পিয়াজ,আধা লিটার তেল, আধা কেজি লাচ্ছা,সাবান ও মসলা।তাদের এ কার্যক্রম চলমান এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নীতিনির্ধারকেরা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)