কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে ১৭০ টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়েছে।
প্রতিটি ঈদগাঁয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা এবং আনন্দময়, সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশ বিরাজিত ছিলো, বিশ্ব শান্তি কামনা ও সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা মোনাজাতের অন্যতম অংশ ছিলো।শনিবার সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে অধিকাংশ জামায়াত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
তিন'শ আটাশ বর্গ কিলোমিটার আয়তন এবং দুই লাখ পঁচাশি হাজার তিন'শ জনসংখ্যার কাজিপুর উপজেলায় যমুনা নদীর ভাঙ্গনে বিপুলসংখ্যক মানুষ বহি:কর্মমুখী হয়েছে। প্রতি ঈদে তারা ঘরে ফেরায় আনন্দে ভিন্ন মাত্রা যোগায়। উপজেলার ঐতিহ্যবাহী মুসলিমপাড়া ঈদগাঁও মাঠে( মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে) বরাবরের মতো এবারও বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
এখানে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুর রউফ। অংশ নেয় ১৩ টি গ্রামের মুসল্লী।
এবার ঈদে জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় নামাজ আদায় করেন চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের উত্তর তেকানি ঈদগাঁও মাঠে।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও এ মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে এম পি জয় মহোদয় মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
৩০ টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ আদায় করা হয়েছে, এছাড়া ঐতিহ্যবাহী সোনামুখী, আলমপু্র, নাটুয়ারপাড়া, ঢেকুরিয়া, কুমারিয়াবাড়ী, গান্ধাইল, স্থলবাড়ী, শিমুলদাইড়, চালিতাডাঙ্গা, তেকানী, চরভানুডাঙ্গা, শালগ্ৰাম, রঘুনাথপুর ঈদগাঁও মাঠে ২২ এপ্রিল (শনিবার) পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ ফেরদৌস আলম।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)