নিজস্ব প্রতিবেদক:
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল। ইউএনও আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নাজিম কামরান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শামছুল হুদা প্রমুখ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)