প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ৬:৫৩ পি.এম
সলঙ্গায় বাস এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুত্বর আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীরহাট এলাকায় মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), একরাম আলীর ছেলে ভাই আব্দুল বাতেন (৩৮) ও মোস্তাফিজুরের স্ত্রী রানু আক্তার (২৪) ও রংপুর জেলার তারাগঞ্জ থানার ঈকলচালি গ্রামের সাইফুল ইসলামের ছেলে অ্যাম্বুলেন্স চালক লালমিয়া (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে সড়ক দুর্ঘটনা আহত মোস্তাফিজুর রহমান নামে একজন রোগীকে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্স মহাসড়কের রয়হাটি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং দুইজন আহত হয়। আহতদের বগুড়া হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালক লালমিয়া মারা যায়। তিনি আরো জানান দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)