উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের দুইশত এক গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। সোমবার সকালে উপজেলার কৃষকগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক আসামীরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলাগাগড়াখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৬০)।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো: আবুল হাশেম সবুজ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২০১ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)