মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় গ্রেফতার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফুলবাড়ী আমলি আদালত) মো. মজনু মিয়া এ আদেশ দেন।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবকের নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
এর আগে গত শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ পাশ থেকে স্বর্ণের বার সহ রবিউলকে আটক করে বিজিবি।
রিমান্ড শুনানীকালে আদালতে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সারওয়ার পারভেজ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম।
আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানীতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, স্বর্ণ চোরাচালান চক্রে জড়িত অপর সন্দেভাজনদের সম্পর্কে তথ্য জানতে আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য তিনি পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধীতা করেন। পরে আদালত আসামিকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
পুলিশ পরিদর্শক সারওয়ার পারভেজ বলেন, 'আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আদেশের কপি পেলে আসামিকে জিজ্ঞসাবাদ করা হবে।'
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)