সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পাড়াপারের সময় অজ্ঞাত যানবহন চাঁপায় মের্সাস তুর্না এন্টারপ্রাইজ (প্রাইভেট) সার্ভেয়ার খোকন (৩০)মারা গেছে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হাটিকমুরুল- বনপাড়া মহাসড়কের থানার হাটিকুমরুল মাছ আরৎ এলাকায় এ দুর্ঘনা ঘটে। খোকনের বাড়ি শাহজাদপুরে বলে জানা গেছে।
তুর্ণা এন্টার প্রাইজের বালুর ট্রাক চালক আব্দুল্লাহ্ বলেন, হাটিকুমরুল ইন্টারচেন্সই'র মাছ আরৎ এলাকায় মহাসড়কের পাশেই মাটি ভরার্টের কাজ চলছিল। খোকন আমাদের এখানে সার্ভেয়ারের দ্বায়িত্ব পালন করছিলেন। আমাদের কম্পানির ২০নং ট্রাক এসে দেখে তার মরদেহ মহাসড়কে পরে আছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির সড়ক দূর্ঘনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,হাটিকুমরুল ইন্টারচেন্সই'র মাছ আরৎ এলাকায় মহাসড়কের পাশেই মাটি ভরার্টের কাজ চলছিল। খোকন সে স্থানে সার্ভেয়ারের দ্বায়িত্ব পালন করছিলেন।
তিনি আরো জানান, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোন একটি যানবহন তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই খোকন মারা যায়। তার মরদেহ থানা হেফাজতে রয়েছে। কম্পানির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে খোকনের সব তথ্য পাওয়া যাবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)