নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময় ও জিটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের পিতা আব্দুল বারি আর নেই। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্না……………রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯টায় ভিক্টোরিয়া স্কুল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে মরহুমের দাফনকাজ সম্পন্ন হয়।
মরহুমের জানাযায় সিরাজগঞ্জের কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, আহবায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ খান হীরা, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, শহিদুল ইসলাম ফিলিপস, ইসরাইল হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা গাজী মান্না রায়হান, সাংবাদিক স্বপন চন্দ্র দাসসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)