এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের খানসামা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এর কার্যনির্বাহী কমিটিতে ভোটের মাধ্যমে পুনরায় সভাপতি হয়েছেন হাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জিকরুল হক।
শনিবার (২০ মে) উপজেলার হাসিমপুর আপক সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী সরকার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই নির্বাচনী কার্যক্রম তদারকি করেন খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় ও ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম।
প্রিজাইডিং অফিসারের দেওয়া তথ্য মতে জানা যায়, সভাপতি নির্বাচিত প্রার্থী হাকিম চৌধুরী পেয়েছে ৮১ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোস্তম আলী দুলু ৭৫ ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত জিকরুল হক পেয়েছেন ৯০ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী উদয় রায় ৬৭ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এই নির্বাচনে মোট ১৭৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন উপলক্ষে নির্মাণ শ্রমিকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)