তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জে তাড়াশে শিশু ধর্ষণের অভিযোগে নায়েব (৩৫) নামে দুই সন্তানের জনককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২২ মে) দুপুর ২টার দিকে পৌর এলাকার রঘুনীলী গ্রামে ঘটনাটি ঘটে।
ধর্ষক নায়েব আলী রঘুনীলী গ্রামের ফজলুল রহমানের ছেলে।
ধর্ষণে গুরুতর অসুস্থ শিশুকে সন্ধ্যায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এসআই আব্দুস সালাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রঘুনীলী গ্রামের বাসিন্দা নায়েব আলী বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশীর সাড়ে তিন বছরের মেয়ে শিশু বেড়াতে এলে তাকে চকলেট কিনে দেয়ার প্রলোভনে ধর্ষণ করতে থাকে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে অবরুদ্ধ করে রাখে।
পরে ৯৯৯-এ কল করলে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক নায়েব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফফাত আরা বলেন, শিশুটিকে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)