নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচিতে এক দরিদ্র কৃষকের এক বিঘা ক্ষেতের ব্রি ধান ২৯ কেটে দিয়েছে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর ছাত্র লীগের সভাপতি আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎসর নেতৃত্বে অর্ধশতাধিক নেতা কর্মী পৌর এলাকায় দেলুয়াগ্রামের দরিদ্র কৃষক আব্দুল খালেকের ধান কেটে বাড়িতে পৌছে দেন। এসময় ওই কৃষক খালেক বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড় ও রোগবালাই দেখা না দেওয়া কৃষক আব্দুল খালেক চাষাবাদ করা ধান ক্ষেত বেশ ভালো হয়েছে। ফলন আশানুরূপ মিলবে।
তবে আর্থিক শ্রমিক সংকটে ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এ অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)