আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ধান বোঝায় ট্রলি উল্টে গিয়ে আপেল মাহমুদ (২২) নামের ট্রলি চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাবনা মাতাজিহাট সড়করের ছোট কাবলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আপেল মাহমুদ নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামের আব্দুল কিয়ামতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান বোঝায় ট্রলি নিয়ে মাতাজি হাট থেকে গাবনা অভিমুখে যাওয়ার পথে চাকা পাঞ্চার হয়ে ছোট কাবলা মোড়ের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রলির নিচে চাপা পড়ে চালক আপেল মাহমুদ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিউর রহমান বলেন, ধান বোঝায় ট্রলির চাকা পাঞ্চার হয়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। এঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)