মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন পার্বতীপুর উপজেলায় অবস্থিত “খোলাহাটী কলেজ”এর সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান ) প্রদীপ কুমার দাস।
উপজেলা প্রশাসন বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়ার ব্যবহারসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেছে।
উল্লেখ্য, তিনি ২০১৮ ও ২০২২ সালেও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ২৩ বছর ধরে অত্র প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সকলের কাছে দোয়া/আশীর্বাদ কামনা করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)