এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
৪ কেজি গাঁজাসহ দিনাজপুরের খানসামায় ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিটিসি মোড়ে সোমবার (২২মে) দিবাগত রাতে ব্যাটারী চালিত দুইটি অটো তল্লাশি করে ৮০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত দুটি অটোও জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী রতনদিঘী এলাকার দবিরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গোরস্থান এলাকার আঃ সাত্তার (৫৮), খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার সানোয়ার হোসেন (৫২) এবং গোবিন্দপুর এলাকার আঃ সামাদ (৪০)।
বিষয়টি নিশ্চিত করে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, আটক ৪ মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ সবসময় সজাগ আছে। সকলের সহায়তা ও সচেতনতাই পারে মাদক প্রতিরোধে বড় ভূমিকা রাখতে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)