
১৯ বছর ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত আসামির নাম–রব্বানী। তিনি নীলফামারী জেলার নটখানা খামাদপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেন ওরফে আনোয়ার কুলির ছেলে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এটিইউর রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
রবিবার (৩০ নভেম্বর) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০৫ সালে পেনাল কোডের ৩৭৯ ধারা ও রেলওয়ে আইনের ১২৬ ধারায় দায়েরকৃত একটি মামলায় (জিআর-০৮/০৫, এসসি-১৮/০৬) বিচার শেষে ২০০৭ সালের ৩১ অক্টোবর নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রব্বানীকে রেলওয়ে আইনের ১২৬ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পেনাল কোড ৩৭৯ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
দীর্ঘসময় ধরে গ্রেফতার এড়াতে রব্বানী দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করলেও এটিইউর গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে পরিকল্পিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর রব্বানীকে গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)