নাদিম আহমেদ অনিক:
নওগাঁর ধামইরহাটে ৪২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-৫।
শুক্রবার (২৬ মে) দুপুর ২টায় জয়পুরহাট র্যাব ক্যাম্প এর একটি চৌকস অপারেশনাল দল, ভারপ্রাপ্ত কাম্পানীর অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্ব উপজেলার ইসবপুর নামক এলাকা থেকে তাদের আটক করে। আটক আসামিরা হলো ১। মো. আল মাহমুদ দেওয়ান (৩০), পিতা- মৃত. মফিজ দেওয়ান, গ্ৰাম- রামকৃষ্ণপুর, উপজেলা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট, ২। মো. আব্দুল আলিম (৫৮), পিতা-মৃত. দফির উদ্দিন, গ্ৰাম-আজমপুর, উপজেলা- ধামইরহাট, জেলা- নওগাঁ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফন্সিডিল অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ করে আসছিল।
পরবরর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোট হাজতে প্রেরণ করা হয়।