হাঁড়িভাঙ্গা আমের বাণিজ্যিক রাজধানীখ্যাত রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বাজারে আম ব্যবসায়ী ও উদ্যেক্তাদের সাথে মতবিনিময় করেছে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস।
শুক্রবার (২জুন) বিকেলে উপজেলার পদাগঞ্জ বাজারের সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের পদাগঞ্জ শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম ও ইনচার্জ তারেকুজ্জামান সাগরের তত্ত্বাবধানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমের চলতি মৌসুমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আম সরবহারের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তরা। মতবিনিময় সভায় নিজেদের মতামত তুলে ধরেন স্থানীয় আমচাষী,
ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তরা।
বক্তারা বলেন, ৫ বছর আগে অন্যের অধীনে কাজ করা সাগর এখন নিজেই উদ্যোক্তা। সদাগর কুরিয়ার সার্ভিসের সহযোগিতায় সাগর এখন মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বাজারের ব্রাঞ্চ ইনচার্জ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৪০ বছরের কুরিয়ার সার্ভিসের ইতিহাসকে স্মার্ট করেছেন প্রতিষ্ঠানের এমডি এবং তিনি কুরিয়ার সার্ভিসের সেবাকে স্মার্ট করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কাস্টমারের আশা, প্রত্যাশা, অভিযোগ ও পরামর্শ কামনায় এমডি নিজেই প্রতিষ্ঠানের হটলাইন নাম্বারে ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে রেখেছেন। যাতে গ্রাহকের কথা সরাসরি জানতে পারেন। তিনি ১১০ কোটি টাকা ইনভেস্ট করেও আমাদের সাথে সরাসরি আছেন। কারণ তিনি সঠিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন।
উত্তরবঙ্গে ১৭টি জেলায় সদাগর এক্সপ্রেসের
৬০টি অফিস রয়েছে। এছাড়াও ঢাকায় ৪১টি অফিসসহ দেশজুড়ে অফিস রয়েছে। দক্ষ
মানবসম্পদ এবং নিজস্ব পরিবহনের মাধ্যমে মাত্র ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে আম পৌঁছে দেয়ার কথা জানান আগত অতিথিরা।
এছাড়াও প্রতিষ্ঠানটি সুলভ মূল্যে অল্পসময়ে স্মার্ট সার্ভিস দেওয়ার কথা জানান।
আগামী ১৫ জুন থেকে রংপুরের হাঁড়িভাঙা আম দেশের বিভিন্ন এলাকায় যাবে। সদাগর এক্সপ্রেসের ভয়েস এসএমএস সুবিধার আওতায় গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন বলে জানান প্রতিষ্ঠানটির এমডি।
অনুষ্ঠানে হাঁড়িভাঙা আমের সম্প্রসারক আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, চীফ অপারেটিং অফিসার এমদাদুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (উত্তর বঙ্গ) ইব্রাহীম হোসাইন প্রমুখ। এছাড়াও হাঁড়িভাঙা ব্যবসায়ী সভাপতি
মাহবুবুল হক বাবলুসহ উপজেলার অনলাইন উদ্যোক্তা, আম ব্যবসায়ী ও স্থানীয় আমচাষীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
টিপিএন২৪* হৃদয়
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)