সিরাজগঞ্জে ফলমুল ও আর্থিক সহায়তা নিয়ে শহীদ পরিবারের বাড়ীতে গিয়ে শহীদদের স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সোমবার দুপুরের পর তিনি শহরের একডালা গ্রামে শহীদ আব্দুল লতিফ ও সুমনের পরিবারের সাথে সাক্ষাত করেন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ২০২৪’র গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে সরকার রয়েছে। আর যে উদ্দেশ্যে সুমন ও লফিতসহ শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন আমরা কাজের মাধ্যমে সেই উদ্দেশ্যে সফল করবো। আমরা সকলে মিলে একটি সুখী-সমৃদ্ধ উন্নয়নশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)