সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নব ঘোষিত জেলা কমিটি সম্মেলন করেছেন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কিন্তু রবিবার কমিটির কতিপয় নেতৃবৃন্দ সংগঠনে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে পদত্যাগ করেছেন। যা অস্বচ্ছ এবং দায়িত্বজ্ঞানহীন আচরন। আমরা নবঘোষিত কমিটি তাদের এহেন দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ করছি। আমরা নতুন কমিটি স্বীকৃতিপ্রাপ্ত আহত সকল জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব। দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি, ভবিষ্যতেই করব। তাদের অভিযোগ কতিপয় নেতৃবৃন্দ কমিটিকে বিতর্কিত করতেই কমিটি থেকে অব্যাহতি দিয়েছেন। যা সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননাকর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির মেহেদী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক ইমরান হাসান, মুখ্য সংগঠক সালমান জোয়ারদার, মুখপাত্র রাশিতা ভূঁইয়াই রাজিত ও সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)