মারুফ সরকার:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা সিরাজুল আলম খান দাদাভাই আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শুক্রবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দাদা ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ।
তিনি বলেন, দাদাভাইয়ের ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিভাবককে হারালো। মহান মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য জাতি চিরকাল স্মরন করবে। স্বাধীন বাংলাদেশ গনতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় তার অবদান মুক্তিকামী গনতন্ত্রীদের প্রেরনা যোগাবে। মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।
দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা সিরাজুল আলম খানকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৯টা ২০ মিনিটে সিরাজুল আলম খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ২০ মে সিরাজুল আলম খানকে বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেলের নতুন ভবনের কেবিনে ভর্তি করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)