কামারখন্দ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে লিটন তালুকদার নামে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পশু চিকিৎসক না হয়েও এই পরিচয়ে চিকিৎসা দেওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ফার্মেসিতে থাকা অ্যান্টিবায়োটিকগুলো জব্দ করা হয়।
সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১২টায় কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটনকে জরিমানা করা হয়।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক সুমা খাতুন বলেন, ‘পশু চিকিৎসার জন্য ভেটেরিনারির নিবন্ধন ব্যতিত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। অথচ, তিনি (লিটন) উপজেলার বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে নিজের নামের আগে ডাক্তার লিখে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। আজ তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার ফার্মেসিতে থাকা অ্যান্টিবায়োটিকগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সর্তক করা হয়েছে।’
এতে প্রসিকিউশনে ছিলেন কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)