মারুফ সরকার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব-এ-আমীর ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
সোমবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় হমলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনের দিনও একজন পার্থীর উপর হামলা প্রমান করে সরকার কতটা অসহায়। মূল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ গ্রহন না করলেও একজন বিরোধী পার্থীকে নিয়ে কতটা আতংকিত তারা।
তারা বলেন, এই হামলা প্রমান করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের বিষয়ে জনগণ আরো বেশী আস্থাহীন হয়ে পড়ছে।
নেতৃদ্বয় বলেন, এই ধরনের হামলার কারণে জনমনে এই ধারণা শক্তভাবে প্রতিষ্ঠিত হলো যে, দলীয় সরকারের অধিন নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব হবে না।
বিবৃতিতে নেতৃদ্বয়, এই হামলার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, শহরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে যান মুফতি সৈয়দ ফয়জুল করিম। সেখান থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে পৌছলে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মেয়রপ্রার্থীর ওপর অতর্কিতভাবে হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। এতে তিনি সহ দলের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)