সিরাজগঞ্জের কাজিপুরে গভীর রাতে গরু চুরি করতে এসে পুলিশের অভিযানে পড়ে গাড়ি ফেলে পালিয়েছে চোর সদস্যরা। রবিবার রাতে উপজেলার সোনামুখি ইউনিয়নের গাছাবাড়ি এলাকায় এঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, রবিবার রাত ২ টার দিকে গাছাবাড়ি এলাকায় ১টি পিকআপ ভ্যান দাড়িয়ে থাকতে দেখে পুলিশের টহল দেওয়া দলের সন্দেহ হলে সেখানে পুলিশ যায় জিজ্ঞাবাদের জন্য।এক পর্যায়ে চোরের দল গাড়িসহ পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু নেয়, পরে গাড়ি ফেলে চোরের দল পালিয়ে যায়। গাড়ি থেকে ১ টি গরু এবং ১ টি ছাগল উদ্ধার করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, কোরবানির এ সময়ে প্রচুর গবাদিপশু প্রস্তুত করা হয় তাই এসময় গরু চুরি বেড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তবে থানা পুলিশ প্রতিনিয়ত সচেষ্ট আছে। তিনি আরো জানান, চোরেরা দুটি মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্চামাদি ফেলে গেছে। পুলিশ চোর ধরতে অভিযান পরিচালনা করছে।