নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে শ্লোগান দেওয়ার প্রতিবাদে আগামী ২৪ জুন প্রতিবাদ সভা সভা করবে জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের এক যৌথ সভায় প্রস্তুতি বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এইচ ফিরোজী, শহিদুল ইসলাম ফিলিপস, মঞ্জুরুল ইসলাম লিটন, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোমানা রেশমা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা সহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, পৌর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় ২৪ জুনের প্রতিবাদ সভা সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।