নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী শ্রেষ্ঠ গার্ল গাইড হয়েছেন সিরাজগঞ্জের ফাতেমা তুজ জাহান। ফাতেমার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়ার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে। ফাতেমা খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে।
মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী গার্ল গাইড হিসেবে জয় যুক্ত হন ফাতেমা। তার এমন সাফল্যে তার বাবা মোংলা সিমেন্ট ফ্যাক্টরির সহকারী প্রকৌশল আব্দুল হালিম ও মাতা খুলনার বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশণের ট্রেইনার শিরিন গুলশান আরা সহ শিক্ষক ও এলাকার সকলে অনেক খুশি। আগামীতেও সে এমন সাফল্য ধরে রাখাবে এমন আহ্বান জানান তারা।
ফাতেমার এমন সাফল্যে তার মামা সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মারুফ হোসাইন খান বলেন, ছোট থেকেই ফাতেমা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিষয় ভালো করে আসছে। তার এমন সাফল্য আমরা খুব আনন্দিত। আশা রাখি সে ভবিষ্যতে আরো ভালো করবে।
এ বিষয়ে ফাতেমা তুজ জাহান বলেন, ধৈর্য ও চেষ্টা থাকলে যেকোনো বিষয়ে মানুষ ভালো করতে পারে। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)